মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০০:০৬
ছবি : বাসস

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ শনিবার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি ফিশিং বোটে তল্লাশি চালায়। তল্লাশির আগে সংকেত দেওয়া হলে বোটটি দ্রুত পালিয়ে নাজিরারটেক বেরনপাড়া সংলগ্ন এলাকায় চরে উঠিয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬ লাখ ২ হাজার ২৫০ টাকা মূল্যের ৮৭ বস্তা আলু এবং ৯০০টি শীতল পাটি জব্দ করা হয়। তবে বোটটির তলা ফেটে ডুবে যাওয়ায় সেটি উদ্ধার সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
নিম্ন-কার্বন নিঃসরণ ভিত্তিক নগর উন্নয়নে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগ
অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে : ইসি সচিব
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
১০