নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০০:৫৪
ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদেরকে এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে।’ আমাদের অবশ্যই সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘নতুন সংবিধান’ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নূর ভাইয়ের (নূরুল হক নূর) ওপর আক্রমনটা আমাদের জন্য একটা ম্যাসেজ। আমরা দেখেছি তারেক জিয়াকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার  লোক পাঠিয়ে জানতে চেয়েছেন- আমাদের এখানে  কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম করা উচিত।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ  মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক  মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি'র বৈঠকের পরিবর্তিত সময় সন্ধ্যা সাড়ে ৭টা
চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি
রাঙ্গামাটিতে কলাগাছের তন্তু দিয়ে ন্যাপকিন উৎপাদন বিষয়ক প্রদর্শনী
রুশ সম্পদ ব্যবহারে সব পথ অনুসন্ধানের আহ্বান কাজা ক্যালাসের
উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন কুমিল্লার সুমাইয়া 
কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিল দাবি
গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধার
ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জের রিট শুনানি মঙ্গলবার
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে: আফরোজা খানম রিতা
গ্রিনল্যান্ড সফরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
১০