সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে: আফরোজা খানম রিতা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:০৬
শনিবার মানিকগঞ্জে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ যে ভোট থেকে বঞ্চিত ছিল, তা প্রয়োগের জন্য অপেক্ষা করছে। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।

শনিবার সন্ধ্যায় পুটাইল ইউনিয়নে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার ইশতেহারে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন নিহিত রয়েছে। আপনারা এই ইশতেহারের দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আমরা সকলে মিলে দেশটাকে স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব ব্যবস্থায় ‘হুমকিমূলক’ আচরণের নিন্দা করলেন চীনের প্রেসিডেন্ট
মানিকগঞ্জে বিএনপি’র উদ্যোগে  ৩১ দফার প্রচারণা পথ সভা
আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 
মতলবে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মশার কয়েলের বিকল্প ‘বাজ শিল্ড’ উদ্ভাবন করে সেরা দশে খুবি
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
১০