সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে: আফরোজা খানম রিতা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:০৬
শনিবার মানিকগঞ্জে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ যে ভোট থেকে বঞ্চিত ছিল, তা প্রয়োগের জন্য অপেক্ষা করছে। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।

শনিবার সন্ধ্যায় পুটাইল ইউনিয়নে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার ইশতেহারে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন নিহিত রয়েছে। আপনারা এই ইশতেহারের দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আমরা সকলে মিলে দেশটাকে স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
নিম্ন-কার্বন নিঃসরণ ভিত্তিক নগর উন্নয়নে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগ
অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে : ইসি সচিব
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
১০