চট্টগ্রাম (দক্ষিণ), ৩১ আগস্ট ২০২৫ (বাসস): চট্টগ্রামে কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিল ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
এ সময় তারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনছুর আলম পাপ্পীকে আইনের আওতায় আনার দাবি জানান।
শনিবার বিকেলে পূর্ব কালুরঘাটে বোয়ালখালীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় মো.সেলিম, মীর ইলিয়াছ, জাহেদ শাহরিয়ার, মো.সাজ্জাদ, শাহাদাত হোসেন জিকু, জাহাঙ্গীর আলম পারভেজ, মো. নাহিদ, মো.আজগর ও মো. আদনান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মনছুর আলম পাপ্পী ক্ষমতার প্রভাব খাটিয়ে কালুরঘাট ফেরিঘাট ইজারা নেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক হলেও ফেরিঘাট তার দখলে থেকে যায়। তার অনুসারিরা চাঁদাবাজি করে অন্য রাজনৈতিক দলের নামে চালিয়ে দেয়। আমরা শিগগির তার দখলে থাকা ফেরিঘাটের ইজারা বাতিল চাই।
তারা আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরোধীতাকারী পলাতক মনছুর আলম পাপ্পীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে কালুরঘাটে অবৈধভাবে কর্ণফুলী নদীর বালু উত্তোলন, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।