রাঙ্গামাটিতে কলাগাছের তন্তু দিয়ে ন্যাপকিন উৎপাদন বিষয়ক প্রদর্শনী

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:৪৯
কলা গাছের তন্তু/সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হচ্ছে। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার পার্বত্য চট্টগ্রামে কলা গাছের তন্তু/সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ও শুকনো কলাপাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় উইভ এর আয়োজনে এবং আর এস এফ স্যোশাল ফাইন্যান্সের সহযোগিতায় শহরের সাবারং রেস্টুরেন্ট মাঠে এ প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

‘উইভের’ নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা সুচিং মারমা, নারী নেত্রী টুকু তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কলাগাছের তন্তু/ সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ও শুকনো কলাপাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ। এর মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবে এবং মাশরুম চাষেরও সুযোগ সৃষ্টি হবে।

জনবান্ধব এ কার্যক্রম যাতে পুরো পার্বত্য এলাকায় ছড়িয়ে দেয়া যায়, সে জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হবে। সভা শেষে জেলা প্রশাসক এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
নিম্ন-কার্বন নিঃসরণ ভিত্তিক নগর উন্নয়নে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগ
অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে : ইসি সচিব
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
১০