রাঙ্গামাটিতে কলাগাছের তন্তু দিয়ে ন্যাপকিন উৎপাদন বিষয়ক প্রদর্শনী

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:৪৯
কলা গাছের তন্তু/সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হচ্ছে। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার পার্বত্য চট্টগ্রামে কলা গাছের তন্তু/সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ও শুকনো কলাপাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় উইভ এর আয়োজনে এবং আর এস এফ স্যোশাল ফাইন্যান্সের সহযোগিতায় শহরের সাবারং রেস্টুরেন্ট মাঠে এ প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

‘উইভের’ নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা সুচিং মারমা, নারী নেত্রী টুকু তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কলাগাছের তন্তু/ সুতা দিয়ে নারীদের পুন:ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ও শুকনো কলাপাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ। এর মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবে এবং মাশরুম চাষেরও সুযোগ সৃষ্টি হবে।

জনবান্ধব এ কার্যক্রম যাতে পুরো পার্বত্য এলাকায় ছড়িয়ে দেয়া যায়, সে জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হবে। সভা শেষে জেলা প্রশাসক এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ৬৫৯ টি মণ্ডপে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জা
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
১০