নোয়াখালী, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার আফানিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাউসার ইসলাম (৫০)। তিনি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, কাউসার আফানিয়া বাজারে একটি অটোরিকশায় ওঠার সময় পেছন থেকে দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
তথ্য নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।