রাজশাহী, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে দুই মামলার আসামি মেহেদী হাসানকে (৩২) মাদকসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার মধ্যরাতে নগরের মতিহার থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। বিষয়টি জানার পর ওই টিম অভিযান চালিয়ে আসামি মেহেদীকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মেহেদী ইয়াবাগুলো বিক্রির জন্য তার কাছে রেখেছিলেন বলে জানান। তার বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে। মেহেদীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।