দলিল লেখক হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:২০ আপডেট: : ৩১ আগস্ট ২০২৫, ১৭:০৩
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি রিপন মিয়া । ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।  তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শাহিনুর আক্তার। একই ইউনিয়নের চেঙ্গাইন এলাকার  রিপন মিয়া।

রায় ঘোষণার সময়ে রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। শাহিনুর পলাতক।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। একজন আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করে উভয়ের রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাহিনুর আক্তার তার প্রেমিক রিপন মিয়াকে নিয়ে স্বামী মোশারফ হোসেন ভূঁইয়াকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেন। সেই সঙ্গে তারা ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। 

কিন্তু পুলিশ ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পায়নি। পরবর্তীতে এই ঘটনায় মোশারফের বড় ভাই সোলায়মান ভূঁইয়া মামলা করেন। পুলিশ আাসামি রিপনকে গ্রেপ্তার করে। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০