শিক্ষার্থীদের ‘কম্বাইন্ড’ ডিগ্রির দাবি মেনে নিয়েছে বাকৃবি প্রশাসন

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:২৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ । ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ৩১ আগস্ট ২০২৫ (বাসস): শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় ‘কম্বাইন্ড’ ডিগ্রির দাবি মেনে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসন।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

তিনি জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রোববার একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। ডিন কাউন্সিলের আহবায়কে প্রধান করে একটি ৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এ কমিটি কম্বাইন্ডের জন্যে কোর্স কারিকুলাম প্রণয়ন করবে। মেক আপ কোর্সের কারিকুলামও প্রণয়ন করা হবে। 

ড. মো. আসাদুজ্জামান সরকার জানান, আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার যারা ভর্তি হয়েছে তাদের জন্যও সুযোগ থাকবে। তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড নিতে পারবে। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমরা দুই অনুষদকে এক করতে পারবো না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দিবে এবং ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবেন।’

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। একই দাবিতে গত ২৫ আগস্ট থেকে আন্দোলনে যোগ দেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত
কনটেইনার অপসারণে সেপ্টেম্বরে তিনটি নিলামের ঘোষণা চট্টগ্রাম কাস্টম হাউজের
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের
নওগাঁয় ১৩০ বছর বয়সী তফের আলির পাশে তারেক রহমান
বিএনপি, জামায়াত ও এনসিপি’র সাথে প্রধান উপদেষ্টার বৈঠক 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে  ৬০ জন আহত: সব পরীক্ষা স্থগিত
আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মুস্তাফিজুরের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : তারেক রহমান
১০