বাঁশখালীতে একটি একনলা বন্দুক, এলজি ও কার্তুজ উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সীমান্ত এলাকার আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩১ আগস্ট) বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব পুইঁছড়ি ৪নং ওয়ার্ডের আঞ্চলিক সড়কস্থ আলমের ভরাটকৃত জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, পুঁইছড়ি সীমান্ত এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। 

পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িস্থ আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশের তল্লাশি চৌকিতে আটক হওয়ার আশঙ্কায় গাড়ি থেকে অস্ত্রগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০