বাঁশখালীতে একটি একনলা বন্দুক, এলজি ও কার্তুজ উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সীমান্ত এলাকার আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩১ আগস্ট) বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব পুইঁছড়ি ৪নং ওয়ার্ডের আঞ্চলিক সড়কস্থ আলমের ভরাটকৃত জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, পুঁইছড়ি সীমান্ত এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। 

পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িস্থ আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশের তল্লাশি চৌকিতে আটক হওয়ার আশঙ্কায় গাড়ি থেকে অস্ত্রগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০