বাঁশখালীতে একটি একনলা বন্দুক, এলজি ও কার্তুজ উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সীমান্ত এলাকার আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩১ আগস্ট) বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব পুইঁছড়ি ৪নং ওয়ার্ডের আঞ্চলিক সড়কস্থ আলমের ভরাটকৃত জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, পুঁইছড়ি সীমান্ত এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। 

পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িস্থ আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশের তল্লাশি চৌকিতে আটক হওয়ার আশঙ্কায় গাড়ি থেকে অস্ত্রগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা
১০