লালমরিরহাটে আদা চাষে ময়নার বাজিমাত

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:২৪
আদা চাষে ময়নার বাজিমাত। ছবি : বাসস

সাব্বির আহমেদ

লালমনিরহাট, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বাগানবাড়িতে ও সুপারি বাগানের পতিত জমিতে আদাসহ বিভিন্ন প্রকার অর্থকরী ফসলের চাষ বাড়ছে।

সুপারি বাগানের পতিত ফাঁকা জমিতে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করে লাভবান হয়েছেন সফল নারী উদ্যোক্তা ময়না বেগম। সুপারি বাগানের ২৭ শতাংশ জমিতে ১৮শ বস্তায় আদা লাগিয়েছেন তিনি। আদার পাশাপাশি মসলা ও ওষুধি গুণ সমৃদ্ধ চুইঝাল গাছ চাষ করেছেন ময়না। 

সুপারি বাগানের গাছের ফাঁকে পতিত জমিতে সিমেন্ট ও সারের বস্তায় চাষকৃত সারি সারি আদার গাছ সবুজ বাগানে রুপ নিয়েছে। বস্তায় আদা চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ময়না বেগম। এক জমিতেই সুপারি, আদা ও চুইঝাল চাষ করে ব্যাপক লাভের সম্ভবনায় তার তৈরি বাগানে দিন দিন উৎসুক কৃষকের আনাগোনা বাড়ছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিমান্ত ঘেঁষা এলাকার গোতামারী গ্রামের আজম আলীর স্ত্রী নারী উদ্যোক্তা ময়না বেগম। তিনি আদা চাষের পাশাপাশি ৫০০টি চুইঝাল গাছ চাষ করেছেন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তিনি আদা ও চুইঝাল গাছ পরিচর্যা করেন। তার ইচ্ছা বস্তায় আদা চাষে নারীদেরকে উদ্বুদ্ধ করা। তাকে দেখে এখন অনেক নারী এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়েছেন। বস্তায় সঠিক পরিকল্পনায় আদা চাষ করলে ২ থেকে ৩ গুণ লাভ হয়, পাশাপাশি ছায়া বা পতিত জমিতে আদা চাষ করা যায়।

কৃষি খাতকে আধুনিকতার প্রসার ঘটাতে বর্তমানে বাড়ির উঠানে বা পতিত জমি ও নিচু জলাশয় জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে কৃষকেরা। এছাড়াও সুপারি গাছসহ বিভিন্ন গাছে চুইঝাল চাষ করছে ময়না। অল্প খরচে অধিক লাভ হওয়ায় এ পদ্ধতিতে আদা ও চুইঝাল গাছ চাষে আগ্রহী নারী উদ্যোক্তা ও কৃষকেরা।

ময়না বেগম জানান, আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহন করি। এ প্রশিক্ষণে কৃষি অফিসার সুপারি বাগানে বস্তায় আদা চাষের পরামর্শ দেন। প্রশিক্ষণ শেষে গতবছর সুপারি বাগানের ফাঁকা জমিতে পরিক্ষামূলক ৭০ বস্তা আদা চাষ করে ময়না। আদার পাশাপাশি ইউটিউব দেখে চুইঝাল চাষেও উদ্বুদ্ধ হন তিনি। প্রতিটি বস্তায় ১ থেকে দেড় কেজি করে আদা হয়ে থাকে। এতে ভালো লাভ হয়। এবছর বানিজ্যিকভাবে ২৭ শতক সুপারি বাগানে ১৮শ বস্তা আদা চাষ করেন তিনি। আদা চাষে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে। এতে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, অনেকেই এখন বাণিজ্যিকভাবে আদা চাষ করছে। তেমনি সফল নারী উদ্যোক্তা ময়না বেগম সুপারি বাগানে বস্তা পদ্ধতিতে আদা চাষে আলোড়ন সৃষ্টি করেছেন। আদার পাশাপাশি তিনি ৫০০টির মত চুইঝাল গাছ লাগিয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে সবধরনের সহোযোগিতা ও খোঁজ খবর রাখছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০