সাংস্কৃতিক ভিন্নতাই আমাদের শক্তি: সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সোমবার স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে (মনডিয়াকাল্ট-২০২৫) উপস্থিত ছিলেন। ছবি: বাসস

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে জুলাই মাসের গণঅভ্যুত্থান আমাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ মন্তব্য করেছেন।

স্পেনের বার্সেলোনায় তিনদিনের বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে (মনডিয়াকাল্ট-২০২৫) তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের উদ্বোধনের মাধ্যমে এ ফোরাম শুরু হয়। আজ (মঙ্গলবার) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্কৃতি উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত সাংস্কৃতিক বিভাজন সমাজকে ক্ষতবিক্ষত করেছে। অন্তর্বর্তী সরকার এসব চিহ্নিত বিভাজন নিরসনে অঙ্গীকারবদ্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি নববর্ষ উদযাপনে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় দেশের সব জাতিগোষ্ঠী অংশ নিয়েছে। যা গত ৫৪ বছরে হয়নি।

উপদেষ্টা আরও জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে নিরপেক্ষ সাংস্কৃতিক নীতি অনুসরণ করছে সরকার। এ বছর দুর্গাপূজা, ঈদ ও বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে নেওয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ তার প্রমাণ।

সংস্কৃতির উদ্ভাবনী অর্থায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বও তুলে ধরেন ফারুকী।

ডিজিটাল মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক কনটেন্ট প্রচারের জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ফিনল্যান্ড, প্যারাগুয়ে, মাল্টা ও পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীরা।

বিশ্বের শতাধিক সংস্কৃতি মন্ত্রী ও নীতিনির্ধারকের অংশগ্রহণে আয়োজিত এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

বিশ্বের সাংস্কৃতিক নীতি নির্ধারকদের সবচেয়ে বড় এ সমাবেশ আগামী ১ অক্টোবর যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
আফগানিস্তান জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন
আলীকদমে পূজামণ্ডপে বিজিবির আর্থিক অনুদান
নারায়ণগঞ্জে মন্দিরে ‘শহীদ রিয়া গোপ’ হেল্পবুথ
৮ অক্টোবর থেকে শুরু হবে বরিশাল বিভাগীয় বইমেলা
যশোরে মাদকসহ এক কারবারি আটক 
প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল ক্যালিফোর্নিয়া
পটুয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসন
রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে মিনু
নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম
১০