বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংক প্রধানের

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৪
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। ফাইল ছবি

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর আজ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীতে ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫’ এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি লক্ষ করেছি যে, পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার বিনীত প্রস্তাব হলো- সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাংলাদেশেও আসা উচিত।

আহসান এইচ. মনসুর উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অপার সম্ভাবনা রয়েছে। দেশ দু’টির অর্থনীতি শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্থিতিস্থাপক এবং গতিশীল অর্থনীতির দেশ। যা বহু বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে। কারণ, বাংলাদেশের জ্বালানি ও মূলধনের প্রয়োজন। অন্যদিকে সৌদি আরবের উভয়ই বিপুল পরিমাণে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রফতানি করতে পারি। এর জন্য সৌদি আরব বড় ধরনের বাজার হতে পারে।

তিনি সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স প্রেরণকে আরো সহজ ও সাশ্রয়ী করার জন্য আর্থিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন।

ড. মনসুর আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এসএবিসিসিআই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) এবং বিনিয়োগকারী-থেকে-বিনিয়োগকারী (ইনভেস্টর টু ইনভেস্টর) সংযোগ জোরদারের একটি সেতু হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০