বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে বৈঠক করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ব্যবসায়ী প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার ও জনাব নিজাম উদ্দিন রাজেশ, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস. এম. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (নয়ন), এবং বাংলাদেশ সুপার মার্কেটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধার, এবং অর্থনৈতিক কার্যক্রম সুদৃঢ় ও বেগবান করতে বেসরকারি খাতের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা কমিটির কার্যকাল বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশ ব্যাংকে ‘পয়েন্ট অব কন্ট্রাক্ট’ স্থাপন, সুদের হার কমিয়ে এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নিয়ে আসা, রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধি ও সুদের হার হ্রাস, এসএমই খাতে বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুবিধা প্রদান। 

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০