ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৬:৩১
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ফেনীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। ছবি: বাসস

ফেনী, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : আজ ৫৪ তম জাতীয় সমবায় দিবস। দেশের ৬৪ জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের সমবায়ে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগে পুরস্কার ও ঋণ বিতরণ করা হয়েছে।   

সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- কে ধারণ করে আজ ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়া সেরা সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়।  

ফেনী জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও ঋণের চেক বিতরণ করেন।

সমবায় অফিস সূত্র জানায়, ফেনী জেলা সমবায় সমিতির উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে মাছ চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগল পালন, শতশত নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এলাকার পুরুষদেরও নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে এ সমিতি থেকে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী  হয়েছে। 

অনুষ্ঠানে জেলার বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও দাগনভূঞা উপজেলার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতিকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। বিরিঞ্চি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইউছুপ হাজারী এবং দাগনভূঞা উপজেলার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সমিতির সদস্য দুলাল চন্দ্র দাস। এছাড়াও সম্ভাবনাময় ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আব্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক শেখ ফরিদ বাহার, জেলা সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, নারী জাগরণ মহিলা সমবায় সমিতির সভাপতি জুলেখা আক্তার ডেইজি, মহিপাল ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক এবং সদর উপজেলা সমবায় সমিতির সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০