পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫টি সফল সমবায় সংগঠন ও সফল সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি: বাসস

‎পিরোজপুর, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল  ১০ টায় সার্কিট হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনাসভায় মিলিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এবং জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার চন্দ।

‎এ অনুষ্ঠানে সদর উপজেলা সমবায় কর্মকর্তা কামরুননেছা সিথী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শরীফ মোখলেছুর রহমান, মাহতাব উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫টি সফল সমবায় সংগঠন ও সফল সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‎শোভাযাত্রা ও আলোচনাসভায় জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০