গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:৫৮
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সেলিম রেজা সভাপতি এবং সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী। ছবি: কোলাজ বাসস

গোপালগঞ্জ, ১ নভেম্বর, ২০২৫ (বাসস): গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন, দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য সবিবুর রহমান নিমাজ, শেখ জাবেরুল ইসলাম বাধন, আর মামুন রানা।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। 

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শরিফুল ইসলাম। 

অন্যানের মধ্যে বক্তব্য দেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০