কিশোরগঞ্জে ভারতীয় মালামালসহ বাল্কহেড জব্দ, আটক ৪ 

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৯:০১
কিশোরগঞ্জে অবৈধভাবে পাচারের সময় বাল্কহেড ভর্তি ভারতীয় মালামালসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ মেঘনা নদীতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারের সময় বাল্কহেড ভর্তি ভারতীয় মালামালসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ।

জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ১৬ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

শুক্রবার দিবাগত শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর ভৈরব অংশে অভিযানকালে ‘এম.বি কদর নৌপরিবহন’ নামের একটি বাল্কহেড থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত রমজান মিয়ার ছেলে ইসমাইল মুন্সি (৩৭), মৃত দানিছ মিয়ার ছেলে রাকিব মিয়া (বয়স অজ্ঞাত) ও সোহাগ মিয়া (৩৫) এবং মৃত নূর ইসলামের ছেলে নিজাম (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বাদাঘাট সীমান্ত এলাকা থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় বিভিন্ন মালামাল নিয়ে ভৈরব বাজারের দিকে যাচ্ছিল বাল্কহেড ‘এম.বি কদর নৌপরিবহন’। গোপন তথ্যের ভিত্তিতে টহলরত নৌপুলিশের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেডসহ পণ্যগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০ বস্তা ফুসকা ও ৩২০ পাতা জিলেট ব্লেড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের হোসেন জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০