দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

দিনাজপুর, ১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী অভিযানকালে দুইহাজার ২৫ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আজ শনিবার বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) -এর সদস্যরা বনতারা এলাকায় এসব ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধা ৬ টায় দিনাজপুর বিজিবি সেক্টর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বনতারা এলাকায় আজ দুপুরে  অভিযানকালে মালিক বিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদক দ্রব্যের মূল্য আনুমানিক এককোটি ৬২ লাখ টাকা।জেলার ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তের বনতারা বিশেষ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মূল্য এককোটি ৬২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ বন্ধে বিজিবি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০