নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৮
নেত্রকোণার দুর্গাপুরে নদীপথে পাচারকালে ভারতীয় কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

নেত্রকোণা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার দুর্গাপুরে নদীপথে পাচারকালে ভারতীয় কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে কম্বলসহ সোহেল মিয়াকে (৪৮) আটক করা হয়। পরে বিকেলে সোহেল মিয়াকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

এই ঘটনায় পুলিশ চৈতাটি গ্রামের সোহেল মিয়াসহ উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮) সহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মামলা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদীপথে ইঞ্জিনচালিত ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সোহেল মিয়াকে আটক করে পুলিশ। এই সময় ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি চালিয়ে বড় প্লাস্টিক কয়েকটি বস্তা থেকে ২০০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।  যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এইসব কম্বল দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল চক্রটি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
চিড়িয়াখানাকে শুধু রাজস্ব বা বিনোদনের মানদণ্ডে বিবেচনা করা উচিত নয় : ফরিদা আখতার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য নিম্নমুখী, বেড়েছে লেনদেন
দুর্ঘটনা ও যানজট নিরসনে কেএমপি’র সচেতনতামূলক র‌্যালি
হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য
জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি নেতা চন্দন
সিরাজগঞ্জে ৮৩১০ জন কৃষককে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিসে গবেষণা অনুদান দিলো জবি
১০