মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের জন্মজয়ন্তী পালিত

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:২৩
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৯তম জন্মজয়ন্তী পালিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৯তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

শনিবার বিকেলে জন্মজয়ন্তী উপলক্ষে মির্জাপুর রণদা নাট মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেষ্ঠ্য আইনজীবী নিহাদ কবির।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ শিশুদের নিয়ে ১২৯টি মোমবাতি প্রজ্জ্বলন করেন। আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৮৯৬ সালের ১৫ নভেম্বর দেবেন্দ্রনাথ পোদ্দার ও কুমুদিনী দেবীর দ্বিতীয় পুত্র রণদা সাভারের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন টাঙ্গাইলের মির্জাপুরে।

১৯৩৮ সালে শোভাসুন্দরী ডিসপেনসারি ও ভারতেশ্বরী বিদ্যাপীঠ দিয়ে তার জনহিতকর কাজ শুরু করেন। তখন পুরোটাই তার নিজস্ব সম্পত্তি ছিল। 

১৯৪৭ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। পুরো সম্পত্তি ট্রাস্টে দান করে দেন। পঞ্চাশের দুর্ভিক্ষের (১৯৪৩) সময় তিনি সারা দেশে প্রায় ৩০০টির মতো লঙ্গরখানা খুলে কয়েক মাস নিজ অর্থে বুভুক্ষু মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। এ জন্য ব্রিটিশ সরকার তাকে ‘রায় বাহাদুর’ খেতাব প্রদান করে। দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাকে ১৯৭১ সালের ৭ মে নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্স থেকে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা ধরে নিয়ে যায়। আর ফিরে আসেননি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একাদশের নতুন শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
চলন বিলে কার্যকর পানি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫-এর খসড়া চূড়ান্ত
কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
নির্বাচনের পর এবার তাবলীগের বিশ্ব ইজতেমা হবে : ধর্ম উপদেষ্টা
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠন আলোচনা করবেন সিরীয় প্রেসিডেন্ট
সিরাজগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল রেসের সময় তরুণ নিহত
রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পলিত
বরিশালে বিএনপি'র লিফলেট বিতরণ
১০