দিনাজপুরে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৩১
শনিবার দিনাজপুর পুলিশ লাইনস মাঠে জেলা ফায়ার সার্ভিস বিভাগের উদ্যোগে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত। ছবি: বাসস

দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধায় দিনাজপুর পুলিশ লাইনস মাঠে জেলা ফায়ার সার্ভিস বিভাগের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া প্রদর্শন অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন বলেন, অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্ঘটনা, যা মুহূর্তের মধ্যে জান-মালের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই দুর্ঘটনার মুহূর্তে পুলিশ সদস্যরাই সাধারণত সবার আগে ঘটনাস্থলে পৌঁছে যায়। তাই অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে প্রত্যেক পুলিশ সদস্যের বাস্তব অভিজ্ঞতা ও পর্যাপ্ত প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এসব বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমেই আমরা জনগণের জান-মাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারব।

তিনি বলেন, নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বিপদ বা দুর্ঘটনার সময় সঠিক পদক্ষেপ নিতে পারলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হবে। সকলের মধ্যে দায়িত্ববোধ, সচেতনতা ও দলগত সমন্বয়ই অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় সাফল্যের মূল চাবিকাঠি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলামসহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ ও পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সম্প্রীতি বন্ধন সুদৃঢ় করতে রাঙ্গামাটিতে জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভাল করার ব্যপারে আশাবাদী বাংলাদেশ
প্রিসিশন মেডিসিনের সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে বিএমইউতে সেমিনার 
একাদশের নতুন শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
চলন বিলে কার্যকর পানি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫-এর খসড়া চূড়ান্ত
কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
নির্বাচনের পর এবার তাবলীগের বিশ্ব ইজতেমা হবে : ধর্ম উপদেষ্টা
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠন আলোচনা করবেন সিরীয় প্রেসিডেন্ট
১০