রাজশাহীতে ভাতিজার হাতে চাচা খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৬

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ীতে আপন চাচা হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আই হাই রাহি গ্রামের সুকুমার রায় (৫০) ও তার ছেলে প্রধান আসামি রবীন চন্দ্র রায় (২০)। নিহত পর্বত রায় আসামি সুকুমার রায়ের ছোট ভাই।

আজ রোববার সকাল ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১১ অক্টোবর পারিবারিক কারণে পর্বত রায়ের তার মায়ের সঙ্গে ঝামেলা হয়। এ নিয়ে বড় ভাই সুকুমার রায়ের সঙ্গে পর্বত রায়ের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পরে সুকুমার রায়ের বাড়ির পাশে চায়ের দোকনে বসে চা খাচ্ছিলেন। এ সময় পর্বত রায় তাকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করেন। সুুকুমারও তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। 

মারামারি দেখতে পেয়ে সুকুমারের ছেলে রবিন রায় লাঠি নিয়ে এসে পর্বতের মাথায় জোরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর সকালে মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

মামলার পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরীর হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবীন ও সুকুমারকে গ্রেপ্তার করে। আসামিদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০