
নাটোর, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রবি মৌসুমে নাটোরের লালপুরে সাত হাজার ৭২০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।
প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমিতে আবাদের জন্য প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডালের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।