
রাজবাড়ী, ২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রিয়াদ শেখ (১৪) নামে এক বেকারি কর্মচারী নিহত হয়েছে। গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রন (২১)।
আজ রোববার সকালে সদর উপজেলার আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড় দোয়াল এলাকার রহমত শেখের ছেলে রিয়াদ শেখ বন্ধু রনজিতের (২১) মোটরসাইকেলে করে শহরের দিকে যাবার সময় আবুল হোসেন কলেজের সামনে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাাস্তার উপরে সিটকে পরে। স্থানীয়রা দ্রুত সকাল ১০ দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, রিয়াদ শেখ সদর উপজেলার কাদরিয়া বেকারিতে কাজ করত।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।