
খুলনা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিরাপদ ড্রাইভিং এবং সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ সচেতনতা সমাবেশ করেছে।
আজ রোববার সকালে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। এ সময় তিনি চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো এড়িয়ে চলার আহ্বান জানান।
তিনি বলেন, প্রত্যেক চালক একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন এবং যাত্রীরাও তাই। সড়কে একটি অসাবধানতা অনেক পরিবারের জন্য দুর্ভোগের কারণ হতে পারে। তিনি খুলনাকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা এবং রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, ইজিবাইক এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ অন্যান্যরা অংশ নেন।