বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২০:১২

বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় শরণখোলা রেঞ্জে সুন্দরবনের গহিনে ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারকালে সাত শিকারিকে আটক করেছে বন বিভাগ। 

শনিবার দিবাগত রোববার রাত ১টায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। আটককৃতদের মধ্যে ছয়জনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় এবং একজনের বাড়ি মোংলা উপজেলায়। 

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার দিবাগত রোববার রাত ১টার দিকে বন বিভাগের অভিযানকালে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টারত সাত ব্যক্তিকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে।

তিনি জানান, আটককৃদের নিকট থেকে একশ’টি হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দু’টি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দু’টি, ত্রিপল তিনটি এবং দু’টি ড্রাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০