
বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় শরণখোলা রেঞ্জে সুন্দরবনের গহিনে ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারকালে সাত শিকারিকে আটক করেছে বন বিভাগ।
শনিবার দিবাগত রোববার রাত ১টায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। আটককৃতদের মধ্যে ছয়জনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় এবং একজনের বাড়ি মোংলা উপজেলায়।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার দিবাগত রোববার রাত ১টার দিকে বন বিভাগের অভিযানকালে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টারত সাত ব্যক্তিকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে।
তিনি জানান, আটককৃদের নিকট থেকে একশ’টি হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দু’টি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দু’টি, ত্রিপল তিনটি এবং দু’টি ড্রাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।