
মুন্সীগঞ্জ, ২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ যৌথ বাহিনীর অভিযানকালে ২৩ টি তাজা ককটেল সহ মো. হাসান বেপারী (৪২) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ রোববার বিকালে মুন্সীগঞ্জ পৌর এলাকার বৈখর এলাকায় সেলিনা আক্তারের বাড়িতে অভিযানকালে পাশের ড্রেন থেকে ৩টি বালতিতে রক্ষিত তাজা ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. হাসান বেপারী মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌর এলাকাধীন বৈখর এলাকায় সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির পাশের ড্রেন থেকে তিনটি বালতিতে রক্ষিত ২৩ টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় সেলিনা আক্তারের দোচালা টিনের ঘর থেকে ককটেল তৈরীর জন্য আনা শতাধিক জর্দার কৌটা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. হাসান বেপারী নামের একব্যক্তিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।