দিনাজপুরে দুদকের গণশুনানি ১০ নভেম্বর

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৬

দিনাজপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানিসহ বিভিন্ন দুর্ভোগে জনগণের অভিযোগের ভিত্তিতে এ গণশুনানি হবে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ দেশ দুর্নীতি দমন কমিশন-দুদক সদর দপ্তরের নির্দেশে জেলা সমন্বিত দুদক কার্যালয় জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় প্রাপ্ত অভিযোগের বিষয়গুলোর শুনানি গ্রহণ করা হবে।  

গণশুনানি সফল করতে তিনি জেলার সরকারি দপ্তরে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের দুদক কার্যালয়ে আগামী ৮ নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিলের আহ্বান জানান।

তিনি বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন দুদক মহাপরিচালক (প্রতিরোধে) মো. আক্তার হোসেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।  

‘আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সকাল ৯ টা থেকে জেলা শিশু একাডেমি মিলায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড় এবং সদর উপজেলা চত্বর। বুথগুলো গতকাল মঙ্গলবার থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১৫ নভেম্বরের মধ্যে এনসিপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে : নাহিদ ইসলাম
খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
১০