পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪১
ছবি: বাসস

পঞ্চগড়, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। ভোরবেলা ও গভীর রাতে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা পাচ্ছেন সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ।

আজ বুধবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মঙ্গলবার এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে আগে শীত নামে। নভেম্বরের মাঝামাঝি থেকে এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বর্তমানে ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। সূর্যের দেখা মিলছে দেরিতে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল গড়াতেই আবারও বাড়ছে শীতের অনুভূতি। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষের পোশাকে এসেছে পরিবর্তন। সন্ধ্যা নামলেই গায়ে জড়াতে হচ্ছে শীতের পোশাক।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
খুলনায় প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জু
আত্মহত্যা প্রতিরোধে দরকার সচেতনতা : ডা. মাহবুবুর রহমান 
কলম্বিয়ায় বিমান হামলায় ১৯ গেরিলা নিহত
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার
কপ৩০ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে ব্রাজিলের চেষ্টা
কমনওয়েলথ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শন
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
১০