চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৮
চাঁদপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজি দলের পাঁচ সদস্যকে অস্ত্র, স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

চাঁদপুর,  ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুরের মোহনপুরে মুন্সীগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজি দলের পাঁচ সদস্যকে অস্ত্র, স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড। 

আটকৃতরা হলেন, এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা গছে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাল্কহেড এ ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল, একটি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ওই ৫ জনকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
খুলনায় প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জু
আত্মহত্যা প্রতিরোধে দরকার সচেতনতা : ডা. মাহবুবুর রহমান 
কলম্বিয়ায় বিমান হামলায় ১৯ গেরিলা নিহত
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার
কপ৩০ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে ব্রাজিলের চেষ্টা
কমনওয়েলথ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শন
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
১০