বরিশালে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৩২
বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি: বাসস

বরিশাল, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে ধান চাষের উপযোগী উন্নত মানের বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি
খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
খুলনায় প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জু
আত্মহত্যা প্রতিরোধে দরকার সচেতনতা : ডা. মাহবুবুর রহমান 
কলম্বিয়ায় বিমান হামলায় ১৯ গেরিলা নিহত
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার
কপ৩০ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে ব্রাজিলের চেষ্টা
কমনওয়েলথ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শন
খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
১০