ফেনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী 

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৭
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দাগনভূঞা উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন গ্রাম পুলিশ জহির আহাম্মদ, সরস্বতী রানী দাস প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন। এরমধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. বাতেন বলেন, গ্রামের প্রান্তিক জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেন গ্রাম পুলিশরা। তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুললে মানুষের সেবায় তারা আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাবিপ্রবির শিক্ষকদের ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 
কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিনিয়োগকারীরা খুশি হবেন : জেট্রো
দুদকের মামলায় সাবেক বিচারপতি মেজবাউদ্দিনসহ তিনজনের জামিন
জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০
পশ্চিম তীরের সংঘর্ষের পর বসতি স্থাপনকারীদের গ্রেফতার 
রোহিঙ্গাদের জন্যে আবারও চাল সহায়তা দক্ষিণ কোরিয়ার
শারার যুক্তরাষ্ট্র সফর সিরিয়ার জন্য নতুন সূচনা
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের পাশে দূতাবাস নির্মাণের আইনি প্রচেষ্টায় হেরে গেল রাশিয়া
রংপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার
১০