
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মেলায় বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে বাংলাদেশ হাইকমিশন। এতে সংস্থাটির ৫৬টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার কমনওয়েলথ কান্ট্রিজ লিগ (সিসিএল)-এর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে কেনসিংটন টাউন হলে এই মেলার আয়োজন করা হয়। আজ (বুধবার) ঢাকায় পাওয়া বার্তা থেকে এসব তথ্য জানা যায়।
এবারের কমনওয়েলথ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নটি সবার নজর কেড়েছে। দেশীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি হিসেবে সেখানে প্রদর্শিত হয় হাতে তৈরি পাট ও বস্ত্রজাত পণ্য, চামড়াজাত সামগ্রী এবং মুক্তার আকর্ষণীয় গহনা। যা বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে।
এছাড়া দর্শনার্থীরা খাঁটি বাঙালি খাবারের স্বাদও উপভোগ করেন। মেলাটি কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিদের সাংস্কৃতিক বিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ করে দিয়েছে।
আয়োজন থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে কমনওয়েলথ গার্লস এডুকেশন ফান্ড (সিজিইএফ)-এর কার্যক্রমে। তহবিলটি কমনওয়েলথভুক্ত দেশগুলোর সুবিধাবঞ্চিত কন্যাশিশুদের শিক্ষার নিশ্চিত করতে কাজ করে।