খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলামের ইন্তেকাল 

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৫৫
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া (ফরহাদ) ইন্তেকাল করেছেন। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সি এস সি আর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনটি রিং পড়ানো হয়। 

তাঁর বড় ভাই দাউদুল ইসলাম ভূঁইয়া জানান, মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের খুলশি এলাকার বাসভবন প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাজা শেষে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকান্ডেও সক্রিয় ছিলেন শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক। স্থানীয় সাংবাদিক সমাজে ঐক্য ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরন দেওয়ান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার পৃথক বিবৃতিতে শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারে সদস্যসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতির শপথ গ্রহণ
সিলেটের রনি হত্যা মামলার পরিকল্পনাকারী ইমা গ্রেফতার
প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দলিলাদি প্রয়োজন হবে
ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু
রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২২ 
মাইলস্টোন দুর্ঘটনা : সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
হাবিপ্রবির শিক্ষকদের ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 
কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিনিয়োগকারীরা খুশি হবেন : জেট্রো
১০