রংপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৩:১২
ছবি: বাসস

রংপুর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ সরকারবিরোধী তৎপরতার অভিযোগে জেলা পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী আজ সকালে একথা জানান। 

গ্রেফতারকৃতরা হলেন, কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডল ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপ (৫০)। ফুয়াদ মণ্ডল কাফ্রিখাল ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের পুত্র। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় হত্যা মামলার আসামি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানা পুলিশের অপর এক অভিযানে গতকাল দিবাগত রাত ১০টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকা থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ওসি নুরে আলম ছিদ্দিকী জানান, ইউনিয়ন যুবলীগ নেতা ফুয়াদ মণ্ডল ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি। গণ-অভ্যুত্থানের পর ফুয়াদ মণ্ডল পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার
বিলুপ্ত সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : ড. নেয়ামত উল্যা
পরিবারে সদস্যসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতির শপথ গ্রহণ
সিলেটের রনি হত্যা মামলার পরিকল্পনাকারী ইমা গ্রেফতার
প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দলিলাদি প্রয়োজন হবে
ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু
রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২২ 
মাইলস্টোন দুর্ঘটনা : সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
১০