
পটুয়াখালী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আজ বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট ইয়াসিন সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন (২৭) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলীপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বায়েজিদ আমীন সম্প্রতি ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করেন এবং ওই ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলাপাড়া রেঞ্জের বন বিভাগ বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেয়।
এরপর বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন বায়েজিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন, কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তারা। এতে সহায়তা করেন প্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।