খুলনায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫ : এনসিপি’র অফিসে হামলা

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৬:২৩
ছবি : বাসস

খুলনা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগ। 

গতকাল মঙ্গলবার রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’ খুলনা জেলা ও মহানগর  কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

গতকাল গভীর রাতে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে গতকাল  রাত ৮ টার দিকে ৪০/৫০  জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে।

একই সময় মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ২ জনকে আটক করা হয়।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৮/১০ জন রাতে ফেরিঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে।’

জানা গেছে, ১৩ নভেম্বরকে কেন্দ্রকে মহানগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, ‘১৩ নভেম্বর নিরাপত্তায় মাঠে থাকবে ইউনিফর্ম পরা পুলিশ, সিটিএসবি এবং সঙ্গে  থাকবে সাদা পোশাকের পুলিশ। মোবাইল টিম এবং চেকপোষ্ট বাড়ানো হয়েছে।’

অপরদিকে, খুলনা জেলা ও মহানগর এনসিপি’র দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দূর্বৃত্ত হঠাৎ দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এ বিষয়ে এনসিপি’র খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য: ড. সালেহউদ্দিন
চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল : ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে
সাইবার হুমকি মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
দিনাজপুরে ইজিবাইক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 
জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লিড নিল বাংলাদেশ
ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ
চুয়াডাঙ্গা পৌরসভায় সড়ক উন্নয়ন কাজ শুরু
বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
১০