
ভোলা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড ভোলা সদর থানাধীন ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। গতাকল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চলাকালীন পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
এর আগে রাত ১০ টার দিকে কোস্টগার্ড স্টেশন নিদ্রাসকিনা বরগুনার তালতলী থানাধীন অফিস ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন স্বপন হাওলাদারন (৩০) নামের এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মাদকসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি বরগুনা জেলার তালতলী উপজেলার ইদুপারা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।