বিশ্ববিদ্যালয়গুলোকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসি’র

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:০৩
ছবি : বাসস

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশি শিক্ষার্থীদের ইরাসমাস প্লাস স্কলারশিপের বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ এই বৃত্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

আজ বুধবার ইউজিসি অডিটোরিয়ামে ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন ডে’ শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণা পরিচালনাসহ উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইউজিসি এ অবহিতকরণ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন।

প্রধান অতিথি প্রফেসর মাছুমা হাবিব বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে সারাবিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, দেশে চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের যথেষ্ট ঘাটতি রয়েছে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের যথার্থ দক্ষ করে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।

ইইউ’র ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বলেন, ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা ও সুশাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ বিষয়ে অবহিত হবে এবং বিগত বছরগুলোর চেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি’র পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপিয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম অনুষ্ঠানে ইরাসমাস প্লাস-এর বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।

সভায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউজিসি ও ইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
শেরপুরে তিনটি বেকারিকে জরিমানা
অক্টোবরের সেরা দুই দক্ষিণ আফ্রিকান মুথুসামি-উলভার্ট
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত সরকারের
ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার
ভয়াল ১২ই নভেম্বর পালনে ভোলায় আলোচনা সভা 
নিবন্ধিত ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয় ও হস্তান্তরে অনুমোদন ফি নিষিদ্ধ করেছে সরকার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে তল্লাশি
খুলনায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য: ড. সালেহউদ্দিন
১০