গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:০৭
গোপালগঞ্জে আজ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার। ছবি : বাসস

গোপালগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, জেলা ফিনান্স অ্যান্ড একাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাদিরা খানম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক রিজভী আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি মনোজ কুমার সাহা, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশ, মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন, প্রতিবন্ধী শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রধান, অভিভাবক ফরিদা আহমেদ প্রমুখ। 

সেমিনারে বক্তারা সঠিক প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু বাছাই, শিক্ষাবৃত্তি নিশ্চিত ও তাদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সব ধরনের সহযোগিতা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
শেরপুরে তিনটি বেকারিকে জরিমানা
অক্টোবরের সেরা দুই দক্ষিণ আফ্রিকান মুথুসামি-উলভার্ট
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত সরকারের
ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার
ভয়াল ১২ই নভেম্বর পালনে ভোলায় আলোচনা সভা 
নিবন্ধিত ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয় ও হস্তান্তরে অনুমোদন ফি নিষিদ্ধ করেছে সরকার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে তল্লাশি
খুলনায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য: ড. সালেহউদ্দিন
১০