
কুড়িগ্রাম, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য তাসভীর উল ইসলাম কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ বুধবার দুপুরে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করে প্রচারণা চালান। উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারাভিযানে সংক্ষিপ্ত বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমার প্রথম কাজ হবে কুড়িগ্রাম অঞ্চলের নদ-নদীর ভাঙন রোধ ও দারিদ্র্য বিমোচন।
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কুড়িগ্রামকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলার রূপ দিতে চাই।
প্রচারণার শুরুর দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।