খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
প্রতীকী ছবি

খুলনা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বার্ষিক নবায়ন আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হবে। উক্ত লাইসেন্স নবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। 

আজ বুধবার খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রা উপজেলার ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত যথাক্রমে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

মেট্রোপলিটন থানা সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা এলাকার নবায়ন ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার নবায়ন ৩ ও ৪ ডিসেম্বর ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকার নবায়ন ৭ ও ৮ ডিসেম্বর দীপেন সাধক রনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

রূপসা উপজেলা ৯ ডিসেম্বর, তেরখাদা উপজেলা ১০ ডিসেম্বর, দিঘলিয়া উপজেলা ১১ ডিসেম্বর ও ফুলতলা উপজেলা ১৪ ডিসেম্বর তারিখে মো. আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

ডুমুরিয়া উপজেলা ১৫ ডিসেম্বর, বটিয়াঘাটা উপজেলা ১৮ ডিসেম্বর এবং দাকোপ উপজেলার ২১ ডিসেম্বর, প্রিয়াংকা রানী কুন্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

এছাড়া ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০