ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪১
ফেনীতে আজ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ। ছবি : বাসস

ফেনী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): ফেনীতে ৩৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার অনুষ্ঠান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পরশুরাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর প্রোগ্রাম অফিসার ইদ্রিছ উল্যাহ।

এ সময় বক্তব্য দেন মিতালী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুৎফর নাহার ও ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হোসনে আরা কাউসার।

অনুষ্ঠানে সুবিধাভোগী সমিতির লোকজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ৩৯টি সমিতির মধ্যে নয় লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, নারীদের দক্ষ করে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করলে দেশের অগ্রগতি সহজ হবে। বাল্য বিবাহ বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০