চুয়াডাঙ্গা পৌরসভায় সড়ক উন্নয়ন কাজ শুরু

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪১
বুধবার সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন চুযাডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম। ছবি : বাসস


চুয়াডাঙ্গা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’র আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও সড়কে বাতি পোল স্থাপন কাজ শুরু হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় এ নির্মাণ কাজ উদ্বোধন করেন চুযাডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম। 

এ সময় চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, আরইউটিডিপি প্রকল্পের সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোহা. মাহফুজুল হক, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের খতিব মুফতি মো. হোসাইন আহমাদ।

চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট ‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে ১৭ কোটি ২ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার বড় বাজার শহীদ হাসান চত্বর ফেরীঘাট রোড হতে ইসলাম পাড়া বটতলা হয়ে হাজরাহাটি নতুন ব্রিজ পর্যন্ত ৬ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় ৩ দশমিক ৪৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১৪৭টি সড়ক বাতি পোল স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০