দিনাজপুরে ইজিবাইক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪৩
ইজিবাইক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভা । ছবি : বাসস

দিনাজপুর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ইজিবাইক মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ইজিবাইক (তিন চাকা) চলাচল নিয়ন্ত্রণে করণীয় বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে আজ বুধবার বিকাল সাড়ে ৪'টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

তিনি তার বক্তব্যে বলেন, দিনাজপুর শহর ও উপজেলা গুলোতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইজিবাইক চলাচল করছে। ফলে এসব ইজিবাইক চলাচলে মোটরযান আইন অধ্যাদেশে নিয়ন্ত্রণ হওয়া দরকার। প্রয়োজনের তুলনায় ৩/৪ গুণ ইজিবাইক শহরের মধ্যে চলাচল করার কারণে যানজটের সৃষ্টি হয়ে শহরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য প্রয়োজন অনুযায়ী দিনাজপুর শহরে একটি নির্দিষ্ট পরিমাণ ইজিবাইক মালিক ও চালকদের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স প্রদান করা হবে। সেই সাথে চালকদের মটর যান নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রশিক্ষণ দিয়ে চালকের লাইসেন্স প্রদানের ঘোষণাও দেন তিনি।

এ সময় উপস্থিত ইজিবাইক মালিক ও চালকগণসহ অন্যান্যরা একমত পোষণ করেন।

সভায় সভাপতির বক্তব্য দেন, দিনাজপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো—এই যানবাহনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। জন-দুর্ভোগ কমাতে পুলিশ, প্রশাসন, যাত্রী এবং যানবাহন চালকসহ সকলকে সন্মিলিত ভাবে সচেতন হয়ে যানবাহনের সঠিক ব্যবহারে নিশ্চিত করতে হবে। একটি সুষ্ঠ পরিবেশে যানবাহন চলাচলে সকলের সহযোগিতায় জনসাধারণের দুর্ভোগ লাগব করা সম্ভব হবে বলে তিনি ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা মালিক-চালক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০