
শেরপুর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার নকলা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বেকারির মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে নকলা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) -এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে নকলা পৌর শহরের রাতুল, আল-মমিন ও আল-কাইয়ুম বেকারিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি বেকারির মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।