মাভাবিপ্রবিতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:৩৯

টাঙ্গাইল, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অন্তর্দৃষ্টি এবং যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের হলরুমে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এ সময় ভাইস-চ্যান্সেলর বলেন, ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অন্তর্দৃষ্টি এবং যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ শীর্ষক সেমিনার ও মাস্টার ক্লাস আমাদের শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী আয়োজন। বিশ্বব্যাপী অপরাধ বিশ্লেষণ ও তদন্তে ফরেনসিক বিজ্ঞানের ভূমিকা দিন দিন বেড়ে চলেছে। এমন সময়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার পরিধি আরও প্রসারিত করবে। ভবিষ্যতে তারা আন্তর্জাতিক মানের গবেষক ও পেশাজীবী হিসেবে গড়ে উঠবে।

সেমিনার পরিচালনা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্কুলের সহযোগী প্রধান (গ্লোবাল এনগেজমেন্ট) অধ্যাপক ড. গ্যারি ডালটন এবং ফরেনসিক স্টাডিজ ইনস্টিটিউট অব ক্রিমিনাল জাস্টিস স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ারওয়াকার।

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান।

সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিএসসির (সম্মান) বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেট্রোল বোমার সরঞ্জামসহ ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার
রোহিঙ্গা তহবিলের জন্য কানাডার সাহায্য চান পররাষ্ট্র উপদেষ্টা
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
১০