কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৩১

কুমিল্লা (দক্ষিণ), ১২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত অঞ্চলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এলাকায় অভিযান চালিয়ে গত একসপ্তাহে প্রায় চারকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা অভিযানে ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি’র কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত অঞ্চলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনকোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল ও চাদর এবং এককোটি টাকা মূল্যমানের খাদ্যসামগ্রী। এছাড়া বিভিন্ন প্রকার কসমেটিকস, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি, ইজিবাইক ও ঔষধ সামগ্রীও জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ।

এছাড়াও অভিযান চলাকালে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কয়েকটি চোরাচালান রুট শনাক্ত এবং বেশ কিছু যানবাহন জব্দ করেন। 

এ বিষয়ে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। অভিযানে জব্দকৃত সব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের করা হয়েছে বলে জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসনে 
সিরাজগঞ্জে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান টুকু
এ সপ্তাহের মধ্যেই বিএনপির সঙ্গে আসন সংক্রান্ত আলোচনা হবে:  মান্না 
রূপসায় কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার
সাভার ও ধামরাইয়ে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট: ৭ জন গ্রেফতার
আগামীকাল স্বাভাবিকভাবে খোলা থাকবে শপিংমল ও বাজার
দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি : মহাপরিচালক
প্রধান উপদেষ্টা নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন কাল
মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে এমআরটি পুলিশ
চট্টগ্রামের লালদিয়া টার্মিনালে ৩০ বছরের পিপিপি চুক্তির পথে চবক
১০