সিরাজগঞ্জে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান টুকু

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২৩:৪১
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সিরাজগঞ্জ -২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

আজ বুধবার বিকাল তিনটায় সড়ক পথে ঢাকা থেকে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছলে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় নেতাকর্মীদের স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। 

অসংখ্য মাইক্রোবাস ও শত শত মোটর সাইকেল শোভাযাত্রার বহর নিয়ে ব্যাপক নির্বাচনী শোডাউন শুরু করে কড্ডার মোড় থেকে মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রম করে সিরাজগঞ্জ শহরের রেলগেটের জেলা বিএনপির গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে সদর কামারখন্দ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। 

পথে পথে রাস্তার মোড়ে মোড়ে জনতার অভিবাদনের সাড়া দিয়ে বক্তব্য রাখেন তিনি।

সন্ধ্যার পর জেলা শহরের রেলগেট সংলগ্ন ট্রাক টার্মিনালের মাঠে জেলা বিএনপির গণসংবর্ধনার মঞ্চে পৌঁছলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তিনি বলেন, মানুষের এই মহাস্রোত, উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ, অনুভূতিই প্রমাণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। আর বিএনপির প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে যারা নির্বাচনে পরাজয়ের ভয় করছে তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

তিনি বলেন, কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম,ত্যাগ তিতিক্ষার পর আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা বাঁধা হয়ে দাঁড়াবে জনগণই তাদের প্রতিহত করে নির্বাচন আদায় করে নেবে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীর শুভপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের অনুদান
নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসনে 
সিরাজগঞ্জে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান টুকু
এ সপ্তাহের মধ্যেই বিএনপির সঙ্গে আসন সংক্রান্ত আলোচনা হবে:  মান্না 
রূপসায় কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার
সাভার ও ধামরাইয়ে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট: ৭ জন গ্রেফতার
বৃহস্পতিবার স্বাভাবিকভাবে খোলা থাকবে শপিংমল ও বাজার
দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি : মহাপরিচালক
প্রধান উপদেষ্টা নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন কাল
মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে এমআরটি পুলিশ
১০